অতীত ফিরে আসা

  • 165

সকাল সকাল ঘুম ভাঙ্গে রিনির ফোনের রিংটোন শুনে । তবে সেটা কোনো এলার্ম এর শব্দে না ।তার ফোন টা বেজে ওঠে ।বিছানা ছেড়ে উঠে চোখ ডলতে ডলতে ফোনের স্ক্রিনে তাকায়।একটা অচেনা নাম্বার ,, কৌতূহল নিয়ে ফোন টা রিসিভ করে ।" হেলো কে বলছেন ?" " রিনি কেমন আছো ?" রিনির বুক টা কেঁপে উঠে ।এই গলার আওয়াজ সে এর আগে শুনেছে খুব কাছের একজন যাকে সে পাঁচ বছর আগে হারিয়ে ফেলেছে ।তাহলে এতো বছর পর কি সে ফিরে এলো ।" হেলো রিনি চুপ করে গেলে যে ।আমি জানি তুমি আমাকে এখনো ভুলোনি। আর কখনো ভুলতে পারবে না।যেমন  আমি তোমায় এখনো ভুলতে