কাল্পনিক নাকি ভৌতিক!

  • 177

মধুডাঙ্গা নামে একটি ছোট্ট গ্রামে সরকারী চাকরি করতাম।আমার বাড়ি বেলেপুকুর, বাড়ি থেকে মধুডাঙ্গা ট্রেনে করে যেতে প্রায় এক ঘন্টা সময় লাগত, সকালে ৭ টায় ট্রেন ধরে ৮ টার সময় পৌঁছে যেতাম। ফেরার সময় সন্ধ্যে ৬:৩০ ট্রেন ধরে ৭:৩০ টায় বাড়ি পৌঁছাতাম। বেশি ট্রেনে দাড়াতো না দু চারটে ট্রেন ছাড়া। তাই আমি রোজ এই ভাবেই যাতায়াত করতাম। আমি দুটো বছর ওই অফিসে কাজ করেছি, কোনোদিনই এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এক দিনের এক ঘটনা  আমার সারাজীবন মনে থাকবে।  আজ সেই ঘটনা আপনাদের বলবো, আপনারা শুনে হয়তো বলবেন বানানো ঘটনা, বা কাল্পনিক ঘটনা।  আপনাদের আর দোষ কি? আমি নিজেই যখন এই ঘটনার কথা ভাবি