সে কেন নিজে বাঁচলো না ?

  • 270
  • 72

আজ কলেজে তেমন কোন দরকারে ক্লাস ছিল না তাও মনে হলো নিজের চেনা এই কলেজটাকে পরে অনেকদিন দেখতে পাবো তো তাই চলেই এলাম কলেজে। কলেজে এসে দেখি ফার্স্ট ইয়ারের ক্লাস পুরো ফাঁকা। মাত্র দু জন এসেছে। তাদের সাথে আমার আবার ঠিক খাপ খায় না ওরা যদি বলে ডান দিক  তবে আমি বলি বাঁ দিক তাই আমি ওদের থেকে কিছুটা সরে জানালার ধারে একটা বেঞ্চে বসলাম আমি আপন মনে জানালার দিকে তাকিয়ে রয়েছি বাইরের দৃশ্য দেখছি পুরো ঘন মেঘে ছেয়ে আছে এই দেখেই সময় কাটাচ্ছি হোস্টেলেও যেতে পারছিনা লাস্ট পিরিয়ডে আবার একটা ক্লাস রয়েছে | আজকে রাতে ট্রেনে করে আমার দীর্ঘ ৬