অগ্নিস্নেহ - পর্ব 1

  • 195
  • 54

আগুন চারিদিকে শুধু আগুন। রাতের অন্ধকার কে সম্পূর্ণ উপেক্ষা করে চোখ ঝলসে দেওয়া এক দাবদাহ। কি প্রচন্ড তার শব্দ, সঙ্গে হাজার মানুষের আর্তনাদ। আর তারই মধ্যে কিছু মানুষ করে চলেছে সময়ের বিরুদ্ধে লড়ে আগুনের হাত থেকে প্রাণ বাঁচিয়ে আনার এক প্রবল সংগ্রাম। এই সব কিছুর মাঝেও এক ক্ষুদ্র গলার ক্ষীণ আকন্ঠ অনুরোধ আজও মনে পড়ে অনির্বাণের, “আমার দাদাভাই কে ফিরিয়ে আনুন….ও ছাদে আসতে পরে না.....ওর তো পা নেই…”***জুন মাস, রাত তখন প্রায় ১টা ৪০। অনির্বাণ চ্যাটার্জী নিজের অফিসে বসে গতকালকের খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছে। বয়স চল্লিশের কাছাকাছি, সুঠাম দীর্ঘ চেহারা, মাথার কয়েকটা চুলে পাক ধরা সুরু হয়েছে ঠিকই কিন্তু দেখলে