সময় ঘূর্ণি ⌛️|| ১ ||কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় আজও সময় থমকে আছে পুরনো বইয়ের পাতা আর কফির কাপে। কিন্তু এই গল্প সেই শহরের বুকেই এমন এক ছেলেকে নিয়ে, যে সময়ের বাঁকেই ঘূর্ণি তুলল এক বিকেলে।নাম তার অনিলাভ দত্ত। সায়েন্স কলেজে পদার্থবিদ্যার পিএইচডি করছে। চুপচাপ, একটু ঘরকুনো, অথচ অসম্ভব বুদ্ধিমান। আর একটা জিনিস আছে তার—পুরনো জিনিসের নেশা। বিশেষ করে ঘড়ি।কলেজ স্ট্রিটের পাশের এক পুরোনো বইয়ের দোকানে সে মাঝে মাঝে যেত, শুধু বই নয়, ভাঙাচোরা ঘড়ি, বাতিল যন্ত্রপাতি ঘাঁটত। সেদিনও তেমনই এক ঘোর দুপুরে, যখন শহরটা অনিলাভর মতোই ঝিমোচ্ছিল, হঠাৎ একটা অদ্ভুত ঘড়ির বাক্স চোখে পড়ল তার।কাঠের তৈরি, হাতল ঘোরালেই ঘড়ির কাঁটা