সময় ঘূর্ণি ⌛️|| ৩ ||রাত বাড়ে। অনিলাভ আর অর্ণিলা ওদের বউবাজারের বাড়ির ছাদে বসে। এক পাশে খোলা ঘড়ির বাক্স, আর তার ভিতর থেকে বেরিয়ে আসা হলুদ হয়ে যাওয়া চিঠি।চিঠিতে লেখা —--“সময় কোনো একরৈখিক ধারা নয়। এটা আবেগে বাঁক খায়, পছন্দে পথ বদলায়। যদি তুমি এই চিঠি পড়ছো, বুঝে নিও তুমি একজন টাইম ট্র্যাভেলারের হৃদয় নিয়ে জন্মেছো। এবং তোমার প্রেম একদিন সময়ের বাঁক ঘুরিয়ে দেবে।”চিঠিটা পড়ে দুজনেই কিছুক্ষণ চুপচাপ। রাতের আকাশে তারা ভেঙে পড়ছে না, তবু বাতাসে যেন এক অদ্ভুত রহস্যের ঘ্রাণ।অনিলাভ তাকিয়ে থাকে অর্ণিলার দিকে।— “তুমি সবটা এত বিশ্বাস করে কিভাবে?”অর্ণিলা নিচু গলায় বলে, “কারণ আমি জানি, কিছু কিছু সম্পর্ক