জঙ্গলের প্রহরী - 2

  • 138

জঙ্গলের প্রহরী / ২পর্ব - ২আজ সকালে এই লোকটির মৃত্যুর কারণ যে চিতাবাঘের আক্রমণ, সেকথা জানাজানি হতেই সবাই বলাবলি করছে, পূর্ণিমার রাতে ঐ পাহাড়ের গা থেকে ঠাকুরাণীর চিতা নেমে আসে, একথা ওরা কবে থেকেই জানে। পুলিশের স্থানীয় কর্মীদের মধ্যেও একটা ঢিলেমির ভাব চোখে পড়ছে, যেন সমাধান হয়ে গেছে হত্যারহস্যের। ঠাকুরাণীর চিতাই যেখানে অপরাধী, সেখানে তদন্তের দরকারই বা কি? অপরাধীকে তো আর শাস্তি দেওয়া যাবে না। শুধুমাত্র সিদ্ধার্থ আর ঋষিই জানে বিডি স্যার এখনও এই তত্ত্ব বিশ্বাস করেননি। আজ থেকে পাঁচদিন আগে-----------------------------------রায়চৌধুরীদের এই পুরনো ভাঙা জমিদার বাড়ি আর বাকি জমিজমা দেখভাল করে প্রসাদ। ভাঙা জমিদারবাড়ির আউটহাউজে থাকে ছেলে পল্টনকে নিয়ে। ওর মা মরা ছেলে