জঙ্গলের প্রহরী - 7

  • 147
  • 63

জঙ্গলের প্রহরীপর্ব - ৭- "না স্যার, ঐ লোকটা এখানে আগে কখনো আসেনি। এর আগে কেউ কখনো ওকে দেখেনি। এলে কেউ না কেউ তো দেখত, কেউ তো মনে রাখত।"- "ধরো যদি এক দুদিনের জন্য এসে থাকে, এক দেড় কিংবা দুবছর আগে?" সিদ্ধার্থ নিজেকেই বলে, ওর চিন্তা এখন নানান খাতে বইছে।"- "তাহলেও স্টেশনের লোক দেখত না? স্টেশন মাস্টার তো অন্ততঃ দেখত।" সঞ্জয় নিজেও ভাবছে। - "এই স্টেশনমাস্টার কত পুরনো?" সিদ্ধার্থ হিসেব করছে। - "ঠিক বলেছেন স্যার, স্টেশনমাস্টার বেশি পুরনো না স্যার, কয়েক মাস হল এসেছেন।" সঞ্জয় উত্তেজিত হয়ে ওঠে। - "সঞ্জয়, এসব কথা.... " সিদ্ধার্থকে থামিয়ে দেয় সঞ্জয়, "কেউ জানবে না স্যার।" গাড়িও থামিয়ে দেয়,