কলমে :- সূর্য্যোদয় রায় পর্ব১: নিরুদ্দেশের নোটবুক কলকাতা, এক অগাস্টের রাত। রাত্রি তখন তিনটে। শহর নিস্তব্ধ, আলো-আঁধারির মিশেলে বৃষ্টি ভেজা রাস্তা জ্বলজ্বল করছে। হঠাৎই প্রিন্সেপ ঘাটের নিকটে একটি ছায়া দেখা যায়—একজন যুবক, পেছনে একটি কালো ব্যাগ, চোখে আতঙ্কের ছাপ। সে বারবার পেছনে তাকিয়ে দেখে, যেন কেউ তাকে অনুসরণ করছে। তার নাম ছিল অর্কদীপ সেন। পেশায় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু গত ছয় মাসে সে একটি এমন কিছু আবিষ্কার করেছিল যা তার জীবন পুরো উলটেপালটে দিয়েছে। ঠিক এক সপ্তাহ পর… সাংবাদিক রুক্মিণী দত্ত, “ঊষা সকাল” পত্রিকার ক্রাইম রিপোর্টার, এক রহস্যজনক চিঠি পায়—চিঠিটি লিখেছে অর্কদীপ, কিন্তু সে এখন নিখোঁজ। চিঠির মধ্যে ছিল