LOVE UNLOCKED - 1

  • 1.9k
  • 654

Love Unlocked :1Pritha :"এই যে চাশমিশ নাম কি ?" পাশ থেকে বেশ ভারী একটা পুরুষালি কন্ঠ শুনে চমকে উঠলো মেয়েটি। পাশে বন্ধুর হাতটা বেশ শক্ত করে চেপে ধরলো। আজ কলেজে ওদের প্রথমদিন। স্কুলের গণ্ডি শেষ করে প্রথমবার গ্রীনফিল্ড কলেজে পা রেখেছে। কলকাতার নামী কলেজ গুলোর মধ্যে এটা একটা। নামকরা কলেজ‌ আর র‍্যাগিং এর উৎপাত থাকবে না এটার মত অহেতুক কথা আর নেই। ওরা যে একদমই খোঁজ খবর নিয়ে আসেনি তা নয়। তবে প্রথমদিনেই কোনো ঝামেলায় জড়াতে চায়নি সেটা যদি আবার সিনিয়র হয় তবে তো একেবারেই নয়। ইতিমধ্যেই আবার শোনা গেলো "এই যে কানে যাচ্ছে না কথা !?"এবার মেয়েটি ঘুরে তাকালো। আমতা