মুক্তির আশায়

  • 102

মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে মেঘের ডাক আর বিদ্যুতের ঝলকানি। আজ ট্রেন স্টেশন পৌঁছাতে খুব লেট করেছে। আমি ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে দেখি কেও কোথাও নেই চারিদিক ফাঁকা,একটা কুকুর বা কোনো প্রাণীর দেখা প্রযন্ত নেই।এই খারাপ আবহাওয়ায় কেই বা বাইরে থাকবে। আমাকে তাহলে এবার হেঁটে বাড়ি যেতে হবে।আপনারা ভাবছেন আমি কোথা থেকে আসছি? আমি শহরে কাজ করি, আর প্রতি সপ্তাহে শনিবার হাফ বেলা ডিউটি করে গ্রামের বাড়িতে আসি, আবার সোমবার সকালে ফিরে যায়।কিন্তু আজ যে এইরকম ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হবো যদি আগে জানতাম তাহলে আর এই সপ্তাহে বাড়ি আসতাম না। আর কি করা যায় এসে যখন গেছি হাঁটা শুরু করি।