LOVE UNLOCKED - 2

Love Unlocked :2Pritha :"কিরে তখন থেকে কি ভাবছিস বলতো ?" ক্লাস শেষের পর ক্যান্টিনে এসে অনেকক্ষণ চুপ করে বসে থেকে বিরক্ত হয়ে শেষে আরিয়ার উদ্দেশ্যে কথাটা বলেই ফেলল দিশা। কিন্তু ওপর পাশে বসা মেয়েটার কানে তার বলা কথাটা ঢুকলো কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ওর। সে নিজের ভাবনায় ব্যস্ত। কেবল মাঝে মধ্যে একবার ভ্রু কুঁচকে তাকাচ্ছে তারপর আবার নিজের মতো ভাবছে। দিশা আবার একটু ঠেলা মেরে জিজ্ঞেস করলো "শুনছিস ! কি এত ভাবছিস তুই ? ক্লাসগুলোও তো ঠিক ভাবে করলি না।""ভাবছি টাকাটার কথা বুঝলি !" একই ভাবে গালে হাত রেখে জবাব দিলো আরিয়া।"কোন টাকা?" কিছুক্ষণ ভাবার পর...."ও আচ্ছা যেটা মিসকাকে