আসছে খুব শ্রীঘ্রই...(নতুন আরেকটি উপন্যাস লেখার চিন্তা করেছি। সেই সাথে আগেরটাও চলবে। এই উপন্যাস টি আগেরটার থেকে অনেক বেশি আলাদা । সম্পূর্ণ অন্য থিওরি আনতে চলেছিএটি মূলত প্রেম+সামাজিক+ সাসপেন্স ও থ্রিলার ধরণের। বাস্তবতার সাথে মিলে রেখে গল্পটি রচনা করা হবে যেখানে তৎকালীন সমাজের বর্ণপ্রথা থাকবে। নারীদের দুর্বল মানসিকতা ও সমাজে গেঁড়ে বসা বিভিন্ন কুসংস্কার। বয়স ও আবেগের বশবর্তী হয়ে ভুল পথে পরিচালিত হয়ে শিক্ষালাভ এবং তিনজন ভিন্ন শ্রেণীপেশার রমণীর বন্ধুত্বের দিকটি তুলে ধরা হবে। গল্পটি অবশ্যই স্যাড এন্ডিং হবে তবে অসমাপ্ত হয়েও কখনো কখনো পরিণতি সমাপ্তির চেয়েও সুখজনক হয়। গল্পে দুজন জুটি দেখা যাবে এবং তাদের প্রেমকাহিনী বাস্তবতার নিরিখে তুলে ধরা হবে। আশা