Love Unlocked :5Pritha :আরিয়া এখন চুপ করে দাঁড়িয়ে আছে ক্যাফের মধ্যে স্টাফদের জন্য নির্বাচিত জায়গাটায়। এখানেই কফি বানানো হয়। এখান থেকে সামনের হলঘরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। ওখানে এখন প্রচণ্ড ভিড়। সবাই মেতে আছে দেবর্ষিকে নিয়ে। তার কি প্রয়োজন কি লাগবে সেইসব দিকে খেয়াল রাখছে। বিশেষ করে মেঘা তো পুরো হামলে পড়ছে। বাকি স্টাফেরাও কম যায়না। দূর থেকে ভিড়ের মধ্যমণি দেবর্ষির বিরক্তিভরা মুখটা দেখে বিড়বিড় করে উঠলো "উম ঢং দেখো! এত অ্যাটেনশন পাচ্ছে ভালোই তো এনজয় করছে মাঝে আমি খারাপ হয়ে গেলাম। তাড়াতাড়ি এসে পড়েছিস ভালো কথা আমায় বলবি তো যে তুই বস। সেসব এর বালাই নেই। আবার হুমকি দিচ্ছে! যত্তসব।""কিরে