জঙ্গলের প্রহরীপর্ব - ১১- "আচ্ছা, মিস গোস্বামীটা বাদ দিয়ে আমার নামটা ইউজ করলে ভাল হয় না?" শুক্লার গলায় পরিচয়ের অন্তরঙ্গতা। - "সেটাই ভাল মিঃ রায়। আর চলুন না আমাদের সঙ্গে। আপনার বাংলোর সামনে দিয়েই তো যাব। আপনাকে নামিয়ে দেব আমরা। আসুন, আসুন, না বলবেন না।" শাক্যও যথেষ্ট আন্তরিকতা দেখায়। - "আমি ঐ একটা সিগারেট খেয়ে...... " সিদ্ধার্থ বলতে যায়। - "তাহলে আর ছাড়ব ছাড়ব বললেন কেন? ছাড়বেন না, অথচ বললে শুধু কথার কথা ! ছাড়লে ছেড়েই দিন না।" শুক্লা পায়ের ব্যথায় গাড়ি থেকে নামছে না, তবে জানালা দিয়ে প্রায় মুন্ডু বের করে ফেলে ধমকি দেয়। - "ছেড়ে দেব দেখবেন।" আরও লজ্জা পেয়ে সিদ্ধার্থ গাড়ির