জঙ্গলের প্রহরী - 12

  • 183

জঙ্গলের প্রহরীপর্ব - ১২- "না রে। তোর উপর আমি রাগ করতে পারি? আসলে এবার সত্যিই সিগারেট ছেড়ে দেব ভাবছি। বরং তোর সঙ্গে গাইব। চল কি গাইবি?"- "ওরেত্তারা, তোমার হল কি গুরু?" লাফিয়ে এল ঋষি, আরেকটা টুলে বসে টেবিল বাজিয়ে গান ধরল -প্রথমত আমি তোমাকে চাইদ্বিতীয়ত আমি তোমাকে চাইতৃতীয়ত আমি তোমাকে চাইশেষ পর্যন্ত তোমাকে চাই…ছেলেমানুষি ছাপিয়ে দুজনের গলা চড়ছে। ছোটবেলা থেকে পাড়ার পুজো প্যান্ডেলে শোনা গান, ভুলে যাওয়ার পরেও স্মৃতির ভিতরে শিকড় ছড়িয়ে রেখেছিল। আজ সুর খুঁজে পেল। সেদিন অনেক রাতে যখন সিদ্ধার্থ চিত হয়ে শুয়ে, শুক্লার কাছ থেকে আনা বইটা মুখের সামনে খুলে ধরল তখন ওর মনটা কিসের ভারে যেন হাঁসফাঁস