Love Unlocked :7Pritha :আবির গাড়িটা এনে দাঁড় করালো সিংহ রায় ম্যানশনে। তবে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখার পরেও দেবর্ষির নামার কোনো হেলদোল না দেখে খোঁচা মেরে বলল "কি হলো স্যার নামবেন না ?" না নামার কারণটা যদিও ও জানে কিন্তু তাও একটু খোঁচা মেরে দিল, মানে সারাদিন ধরে ওকে হুমকি দেওয়ার প্রতিশোধ !দেবর্ষি একবার আবিরের দিকে কটমট করে তাকিয়ে দাঁত চেপে বলল " তোমার সমস্যা কি ! আমার গাড়ি আমি যতক্ষণ খুশি বসে থাকব। তুমি নেমে যাও বরং।"আবির পুরো ভেবলে গেলো। এমন উত্তর আসা করেনি। তাই আমতা আমতা করে বলল "না আপনি নামলে আমি গাড়িটা পার্ক করতাম ! গার্ডরা পার্কিং লটের