LOVE UNLOCKED - 8

  • 660
  • 330

Love Unlocked :8Pritha :সকালে সূর্যের আলো সরাসরি চোখে এসে পড়তে ঘুম ভেঙে যায় দেবর্ষির। অন্যান্য দিন থাইগ্লাসের পর্দাটা টেনে শোয়,তবে কাল যা হলো এরপর এসবের কথা আর মাথাতেই ছিল না। কালকের কথা মাথায় আসতেই তড়িৎগতিতে উঠে বসলো ও। চারপাশে তাকিয়ে দেখলো এখনও ফ্লোরেই বসে আছে। আগের দিন নীচ থেকে আসার পর সেই যে দরজা লক করেছিল তারপর ঘরে এসে নিজের ড্রিঙ্কস সেকশন থেকে একের পর এক অ্যালকোহলের শট শেষ করছিল। পরে মাথায় আরও রাগ আর নেশা চেপে যেতে দামী দামী মদের বোতল, ফার্নিচার ভাংচুর করে শেষ রাতে মেঝেতেই শুয়ে ঘুমিয়ে পড়েছিল। এতে হাতে কিছুটা কাঁচ ও গেঁথে গেছে। তবে ও বরাবর