ঝরাপাতাপর্ব - ১৩- "আমি যেটা আশঙ্কা করেছিলাম, আপনাদের জানিয়েও দিয়েছিলাম, অদ্রিজার মধ্যে নানান চেঞ্জেস আসতে পারে, সম্পূর্ণ নতুন পারসোনালিটি তৈরি হতে পারে। তবে নরমাল লাইফ লিড করা শুরু করলে সেগুলো থেকেও পেশেন্ট বেরিয়ে আসতে থাকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস সাপোর্ট করলে। ও সেদিকেই যাচ্ছে।" ডঃ গিরি মূল কথায় আসেন। - "মানে? ওর কি কি চেঞ্জেস হচ্ছে ম্যাডাম?" সমর প্রশ্ন করে। রনি আর বনি দু ভাইই মনে করার চেষ্টা করে, আসল মিলি ঠিক কেমন ছিল? - "চুপচাপ হয়ে যাওয়াটাই তো মেইন চেঞ্জ। এখন যতটুকু কথা বলছে, সে আপনাদের মেয়ের ধরণ নয়। এটা আপনারা ডাক্তার না হলেও বুঝতে পারছেন। তবে ওর আশেপাশের লোকজনকে মনে রাখা