জঙ্গলের প্রহরীপর্ব - ১৩- "একটু অসুবিধা করুন দুদিন। আমরা চেষ্টা করছি কি করা যায়। আজ আসি। ম্যাডামের খবর নিতে এসেছিলাম, শি ইজ ফাইন, খুব ভাল লাগছে। আপনারা সবাই ভাল করে ঘুরবেন, তবে সাবধানে। মিঃ গোস্বামীর কথা শুনে চলবেন।" সিদ্ধার্থ আর ঋষি উঠে দাঁড়িয়েছে। শাক্য হাঁ হাঁ করে ওঠে, ওর মা আর বাবাও বেরিয়ে এসেছেন, মা আর পিছনে একটি আদিবাসী মহিলা, দুজনের হাতেই খাবারের প্লেট। সিদ্ধার্থদের সামনের টেবিলে খাবার রেখে ওর মা চোখ পাকান, "রোজ রোজ এভাবে চলে গেলে হবে না। বোসো, আজ খেয়ে তবে যেতে পারবে।" ছেলেমেয়েরাও হৈচৈ করে ওঠে, "সিদ্ধার্থদা বসুন, ঋষিদা বসুন। আমরা দাদা ডাকতে পারি তো?" বসতেই হয় ওদের আন্তরিকতায়।রাজীব