শেষ বৃষ্টির আলিঙ্গন

  • 153

শেষ বৃষ্টির আলিঙ্গন   পর্ব – ১ : প্রথম দেখা   বর্ষার ভেজা দুপুর। কলেজের পুরোনো করিডোরে টপ টপ করে বৃষ্টির জল পড়ছে। জানালার কাচে জল গড়িয়ে পড়ার শব্দ যেন এক অদ্ভুত সুর তোলে। ভিজে উঠেছে লাল মেঝের দাগ, বাতাসে কাঁপছে সাদা পর্দা। সেই ভিজে বিকেলের ভেতরেই প্রথম দেখা হয়েছিল তাদের।   অভিজিৎ—তৃতীয় বর্ষের ছাত্র, চশমার আড়ালে শান্ত মুখ, হাতে একখানা বই। আর নন্দিনী—প্রথম বর্ষের নতুন ছাত্রী, হাতে ভিজে ডায়রি চেপে দাঁড়িয়ে আছে করিডোরের কোণে। দু’জনের চোখ মিলল হঠাৎ, যেন সময় থেমে গেল এক মুহূর্তে।   অভিজিৎ অদ্ভুত কণ্ঠে বলল, —“আপনি কি পথ হারিয়েছেন? লাইব্রেরি খুঁজছেন?” নন্দিনী লাজুক হেসে মাথা