অপ্রকাশিত

"ঋদ্ধি তোকে ভালোবাসে না এটা জানার পরেও কি তুই ওকে ভালবাসবি রাই?"হটাৎ এমন কথা শুনে কেক খাওয়া থামিয়ে দিল রাই।অবাক হয়ে তাকিয়ে রইল সৌমির দিকে।কথাটা বুঝতে কিছুটা সময় লাগলো রাইয়ের।ওরা দুজন ওদের অফিস ক্যান্টিনে বসে আছে।"হঠাৎ কি সব বলছিস সৌমি!তুই জানিস ঋদ্ধিকে আমি ভালোবাসি ও না বাসলেও আমি ভালোবাসবো ওকে তারপরেও এমন কথা কেনো বলছিস?"কিছুটা রেগে বলল রাই।"দেখ রাই আমি তোর ভালোর জন্য একটা কথা বলছি, তুই ঋদ্ধিকে নিয়ে আর ভাবিস না কষ্ট পাবি শুধু। ওর মনে তোর জন্য বিশেষ কোনো জায়গা নেই।আর তুই জানিস না তোর আড়ালে ঠিক কি কি হয়েছে!"সৌমি রাইয়ের হাতের ওপর হাত রেখে বলল।"কি হয়েছে বলতো