Mission Indiana - 1

  • 486
  • 99

মিশন ইন্ডিয়ানা****************পর্ব - 1********Come Back To Earth***********************স্বর্ণাভ বিশ্বাস উদ্বিগ্ন হয়ে মনিটরের দিকে তাকিয়ে আছেন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। একটা ইতিহাস সৃষ্টির দিকে এগিয়ে চলেছে আমাদের দেশ। স্বর্ণাভ নিজের হার্ট বিট একটু বেশি অনুভব করলেন। সেটা হওয়াই তো স্বাভাবিক। তিনি শুধু এই ইতিহাসের সাক্ষী নন, বরং এই ইতিহাস সৃষ্টির মধ্যে এক অমূল্য যোগদান রয়েছে তার। তার মনে পড়ছে আজ থেকে ঠিক বছর খানেক আগেকার কথা। মৃত্যুঞ্জয় ভৌমিকের সাথে লম্বা মিটিং হয়েছিল। একবার না, একাধিকবার। স্বর্ণাভ জানতেন না তার স্বপ্ন পূর্ণতা লাভ করবে কি না। হঠাৎ সেই রাতে মৃত্যুঞ্জয়ের ভিডিও ম্যাসেজ এলো স্বর্ণাভের কাছে। 'মিস্টার বিশ্বাস! ইউ মে প্রসিড।'ছোট্ট একটা ম্যাসেজ। এই ছোট্ট