Catagory-(Romantic+Thriller️+Psycho+Toxic+Crime️+Foreign plot+Sad ending)Episode-15সমগ্ৰ ভার্সিটির ভরা ক্যাম্পাসে দাঁড়িয়ে এডিসন বেলাকে প্রোপোজ করে। সেদিনের ঘটনার এত বাজে প্রভাব যে পড়বে বেলার ধারণার বাইরে ছিল। বেলার মনে হচ্ছে সেদিনের প্রতিশোধ নিতে লোকটা ইচ্ছে করে সবার সামনে থাকে তাকে হিউমিলিয়েট করছে। তার সামনে এখনো একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে আছে।"আমি জানি যে তোমার পক্ষে হঠাৎ করেই এগুলো মেনে নেওয়া কঠিন কিন্তু আমি নিরুপায়। আমি সরাসরি কথা বলতে চাই। আমি তোমাকে সেদিনের পর প্রচন্ড ভালোবেসে ফেলেছি। এই পর্যন্ত আমি প্রায় প্রচুর মেয়ের প্রোপোজ পেয়েছি কিন্তু প্রতিবারই তাদের অপমান করেছি। কারণ পড়াশোনার বাইরে আমি কোনদিনও এসব নিয়ে চিন্তাভাবনা করতাম না। কিন্তু কখনো ভাবতেই পারিনি যে