Mission Indiana - 2

  • 30

মিশন ইন্ডিয়ানা**************পর্ব - 2************Truth About The Mission***************************ছোট-ছোট পাথরের টুকরো চারিদিকে। ভালো করে তাকালে বেশ কিছুটা দূরে বড়-বড় পাথরের চাঁই দেখা যাচ্ছে। সেই পাথরের চাঁই গুলো কোথাও-কোথাও গিয়ে এতই বড় হয়ে গেছে যে সেগুলোকে পাহাড় না বললে চলে না। পাথরের রং অনেকটা গাঢ় কফির মত। বেশ কিছুটা দূরে নদীর মত কী যেন একটা বয়ে চলেছে। সে দিকে এগোবার সিদ্ধান্ত নিলো নীহারিকা। দ্রুত পায়ে সেদিকে এগোতে যাবে, ঠিক সে সময়ে কে যেন তাকে বললো - 'নীহারিকা! আমাদের বেরোতে হবে। আর রিস্ক নেওয়া যাবে না। এর আগে আমরা বড় কোনো বিপদের সম্মুখীন হই, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত।'নীহারিকা ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে