Mission Indiana - 3

  • 219
  • 114

মিশন ইন্ডিয়ানা**************পর্ব - 3************Flashback************রাত প্রায় আটটা বাজে। আসানসোল- কলকাতা জি টি রোডে বেশ জ্যাম লেগে আছে। বিশেষ করে দুর্গাপুর পেরিয়ে বর্ধমানের কাছাকাছি। এমন জ্যাম তো নিত্য লাগে, কিন্তু সেটা রাত এগোরটার পর। কিন্তু এগোরটা বাজতে এখনো বেশ দেরি। এখন থেকেই বেশ ভালো জ্যাম লেগে গেছে এই রাস্তায়। অর্ণবের গাড়িটাও ফেঁসে আছে এই জ্যামে। কিছু দিন আগেই অর্ণব টাইটান থেকে ফিরে এসেছে। "মিশন টাইটান"এর কো-পাইলট ছিল সে। বয়স বেশি না, আটাশ-ঊনত্রিশের কাছাকাছি। প্রায় দু বছর ধরে অদিতি নামের নিজের এক কলেজের বান্ধবীর সাথে সম্পর্কে আছে। তারা বিয়ে করতে চায় একে অপরকে। তাদের দুজনের বাড়ির লোকেদেরও কোনো আপত্তি নেই তাতে। অর্ণবের ইসরোতে