ঝরাপাতা - 15

  • 138
  • 60

ঝরাপাতাপর্ব - ১৫- "আপনি ঠিক বলছেন ম্যাডাম। আমার বড়মেয়ে যে অন্যায় করেছে, তার জন্য দুটো পরিবারের সবাই মিলে শাস্তি ভোগ করার কোনো মানেই হয় না। আমরা একটা ভুল করে, সেটাকেই টেনে নিয়ে যাচ্ছিলাম। আমাদের এবার এই কথা থেকে বেরোতে হবে। আমাদের চেষ্টা করতে হবে, অদ্রিজা আর শ্রেয়ান, দুজনেই যেন ভালো থাকে। সে আলাদা হয়ে ভালো থাকলে তাই সই।" গোপা মন শক্ত করে নিয়েছে। - "ভেরি গুড মিসেস করগুপ্ত। এবার আমরা নতুন করে শুরু করি চলুন। আমি এখন অদ্রিজার কন্ডিশনটা দেখে নিচ্ছি। সব ঠিক থাকলে, ওকে এ ঘরে আনব। মিঃ শ্রেয়ান বা বাকিদের ও কিভাবে নেয় দেখি। সেই অনুযায়ী ওর বন্ধুদের সঙ্গেও