ঝরাপাতা - 17

  • 381
  • 156

ঝরাপাতাপর্ব - ১৭বৌদির অভিযোগ শুনেই নিজের আর্জি নিয়ে রনি দাদার দিকে তাকায়, "দেখেছিস, আজকাল কিভাবে কথা বলে আমার সঙ্গে? আমাকে বকেছে বলে আমি রাগ করেছি?"- "না, তোর কান টেনে লম্বা করে দেয়নি বলে আমি পিউর উপর রাগ করেছি। হয়েছে? দুজনেই থাম। পিউ, ওরকম করে কথা বোলোনা প্লিজ। তুমি জানোনা ওর কতটা মনখারাপ লাগছে? আর ভাই, তুইও অন্যায় করেছিস। তুই মরে যাওয়ার কথাটা কেন বললি ওকে?"রনি মাথা নিচু করে বলে, "সরি রে। খুব রাগ হয়েছিল। একদিনও ডেকে কথা বলেনা। এতগুলো মাস, একটা জিনিস কিনে আনতে বলে না দোকান থেকে। আগে ক্লাসের মধ্যেও পঞ্চাশবার ফোন করত, দাদাকে বললে রেগে যাবে। ভাই বাড়ি