ঝরাপাতাপর্ব - ১৮- "তোমাকে প্রথমদিনই বলেছিলাম, তুমি ভুল বুঝলে, ভাবলে আমি ওদের কিছু টাকা দিয়ে সব মেটাতে চাইছি। তা নয়, আমি যদি অত খারাপ হতাম, তুমিই এতকাল এত ভালবাসতে না।" রনি বলে যাচ্ছে পিউ শক্ত করে ওর কাঁধ ধরে আছে, রনির উপর রাগ করেছে, ওকে কিছুটা ইগনোর করেছে, ছেলেটা ভিতরে ভিতরে ক্ষয়ে যাচ্ছে, বুঝতে পারছে। মামনির সঙ্গে তো ওর আগের মতো সম্পর্ক ফিরে এসেছে, ভাইটা বড্ড একলা হয়ে গেছে ! - "আমি সত্যিই মিলির চিকিৎসার দায়িত্ব নিতে চাইছিলাম। প্রায়শ্চিত্ত বলো, প্রায়শ্চিত্ত, ওদের দরকার বলো দরকার। তোমরা সবাই ডাক্তারের কাছে গেছ, বলোতো, ওরকম চেম্বার, ব্যবস্থাপনা, থেরাপির জন্য কি নেই? থেরাপি রুমের দেয়ালের