জঙ্গলের প্রহরী - 17

  • 288
  • 120

জঙ্গলের প্রহরীপর্ব - ১৭মেয়েরা সবাই মণীষাকে বোঝায়, হ্যাঁ ওর পছন্দের মানুষটা একটু রাগী, একগুঁয়ে, নিজেকে কেউকেটা ভাবে, এগুলো ঠিক। তেমনি তাকে যে মণীষার বন্ধুদের পছন্দ হয়নি, একথাটাও ঠিক নয়। দিয়া এখন আবার হাসিখুশি। ও বলে, "দেখ মণি, যার যার একটা পেশাগত স্বভাবও তৈরি হয়ে যায়, বা স্বভাবে সহজাত নেতৃত্বদান বা পরিস্থিতি মুঠোয় নেওয়ার ক্ষমতা থাকে বলেই সে এই ধরণের পেশায় সফল হতে পারে। ভাল ছাত্র তো অনেকেই হয়, জীবনে সফল হওয়ার সঙ্গে অনেকসময়ই তার যোগ থাকে না।"শমীককে কিছু বলতেই হবে দিয়াকে সাপোর্ট করে, "সে তুলনায় ঠিক মানুষকেই বেছেছিস তুই।"লজ্জা ঝেড়ে ফেলে মণীষা গর্বিত রাজহংসিনীর মতো মরালগ্রীবা বাঁকিয়ে বলে, "কথাটা শুনতে ভাল।