জঙ্গলের প্রহরীপর্ব - ১৮শাক্যর জলপাই সবুজ হুডখোলা জিপসিতে ওরা বেরিয়েছে। নিচে নেমে আবার পাশের পাহাড়ের গায়ের রাস্তা ধরে উপরে উঠে জঙ্গলের দিকে ঘুরে আসবে। একটু চাপাচাপি করে বসতে হয়েছে, তবে পাহাড় জঙ্গলের সৌন্দর্যে কেউ সেসব গায়ে মাখছে না। পাহাড়ি পথে নামাওঠায় গান গেয়েছে সবাই গলা ছেড়ে -লে যায়ে জানে কাঁহাহাওয়ায়ে হাওয়ায়েলে যায়ে তুঝে কাঁহাহাওয়ায়ে হাওয়ায়েবেগানি হ্যায় ইয়ে বাগিহাওয়ায়ে হাওয়ায়েলে যায়ে মুঝে কাঁহাহাওয়ায়ে হাওয়ায়ে। এখন জঙ্গলের সামনে এসে শাক্য বলে দেয়, আর অকারণ কথা নয়, মোবাইল সাইলেন্ট। আগে থেকেই বলা ছিল, একটু সবুজ, নীল, কালো ঘেঁষা জামাকাপড় এনেছিল সবাই জঙ্গল সাফারির জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, জিপসির হুড লাগিয়ে, কোনোভাবেই গাড়ি থেকে