অধ্যায়- ৪ সময় ব্যবস্থাপনায় সাফল্যভূমিকা : কেন সময় সবচেয়ে মূল্যবান সম্পদআমরা জীবনে অনেক কিছু হারাই, আবার অনেক কিছু অর্জন করি। টাকা হারালে তা আবার উপার্জন করা যায়। স্বাস্থ্য খারাপ হলে যত্ন নিলে আবার সুস্থ হওয়া যায়। কিন্তু সময় একবার চলে গেলে তা আর কখনও ফিরে আসে না। এই কারণেই সময়কে বলা হয় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ।কিন্তু আশ্চর্যের বিষয় হলো—যে জিনিস সবচেয়ে মূল্যবান, মানুষ সেটির ব্যবহার নিয়েই সবচেয়ে বেশি অসচেতন। দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হয়ে যায় অযথা কাজ, বিলম্ব, অমনোযোগ আর অলসতায়। পরে আমরা আফসোস করি—“আরও একটু আগে