চিঠি

  • 303
  • 126

আজ সারাদিন ধরে মুশোল ধারে বৃষ্টি হচ্ছে। আমি এই মাত্র অফিস থেকে এসে, জামা কাপর ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খবরের কাগজ নিয়ে পড়তে বসেছি। এটা আমার প্রতিদিনের অভ্যাস,কারণ সকালে অফিস যাওয়ার তারার জন্য খবরের কাগজ পড়ে উঠতে পারি না, তাই ফিরে এসে টানা একঘন্টা পরি,তারপর খাওয়াদাওয়া সেরে শুতে চলে যায়। আজ আবার সকাল থেকে লোডশেডিং, তাই লণ্ঠনের আলোতে পড়তে হচ্ছে। মনোযোগ দিয়ে পেপার পড়ছি হঠাৎ দরজায় টোকা দেওয়ার আওয়াজ "ঠক ঠক" আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে আটটা বাজছে, এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে কে এলো? আমি লণ্ঠনটা হাতে নিয়ে দরজার কাছে যায় দরজা খুলতে।দরজা খুলে দেখি কেও কোথাও নেই,