Mission Indiana - 5

  • 504
  • 180

পর্ব - 5********Secret Of Titan****************ত্রিশ বছর আগে....::::::::::::::::::::::::::::::::একটা বড় হল ঘরে বেশ বড় গোল টেবিল ঘিরে বসে আছেন ইসরোর বেশ কিছু উচ্চপদস্থ অফিসার। ক্যাপ্টেন দেবব্রত চৌধুরী ছাড়া দেবরাজ বর্মন এবং অনুরাগ বর্মনও সেখানে ছিলেন। ইসরোর চিফ কুণাল গোস্বামী এবং প্রজেক্ট ম্যানেজার অরিন্দম সাহাও সেখানে উপস্থিত ছিলেন। আলোচনার বিষয় ছিল মিশন ইন্ডিয়ানা। ব্যাঙ্গালুরু থেকে আসা মিস্টার এম কৃষ্ণামূর্তি ইসরোর ইস্ট্রান উইংএর চিফ কুণাল গোস্বামীকে বললেন - 'দিস ইস রেডিক্যুলাস মিস্টার গোস্বামী। আপনি জানেন এটা কত বড় প্রজেক্ট ছিল? আমাদের নর্দান উইংও এপ্লিকেশন দিয়েছিল টাইটানে মিশন করার জন্য। কিন্তু আমরা আপনাদের পারমিশন দিলাম। কারণ আমার আপনার উপর এবং আপনার টিমের উপর বিশ্বাস ছিল।''টাইটানে