মিশন ইন্ডিয়ানা*************পর্ব - 6*******Welcome Back**************ফ্ল্যাটটা বেশ অন্ধকারাচ্ছন্ন। দরজা দিয়ে ঢুকেই একটা ঘর। ড্রইং রুম বললে ভুল বলা হবে না। ঘরের চার কোণায় চারটে কম পাওয়ারের লাইট লাগানো আছে। ঘরের বাঁ দিকে একটা খোলা দরজা। কথা গুলো সেখান থেকেই শোনা যাচ্ছে। দরজার দিকে এগিয়ে গেল নীহারিকা এবং সপ্তর্ষি। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখলো একটা ঘরে দেবরাজ বর্মন এবং সেই অজানা লোকটা তর্ক-বিতর্ক করতে ব্যস্ত। দেবরাজ বর্মন নীহারিকা ও সপ্তর্ষির দিকে পিঠ করে দাঁড়িয়েছিলেন। কিন্তু সেই অজানা লোকটার মুখ ছিল তাদের দিকেই। চারিদিক অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণেই হয়তো সেই অজানা লোকটা দরজার কাছে দাঁড়িয়ে থাকা নীহারিকা ও সপ্তর্ষিকে দেখতে পাচ্ছিল না। সপ্তর্ষি একবার