আধুনিক প্রেমের জটিল আখ্যান

কলমে: সৌরদীপ অধিকারীবিশ্বাস করুন, এই গল্পটা লেখার সময় আমার হাত কাঁপছে। প্রতিটি অক্ষর যেন বুকের ভেতর থেকে ছিঁড়ে বের হচ্ছে। আমি জানি না, এমন ঘটনা বাস্তব জীবনে কতটা স্বাভাবিক, কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি, যা অনুভব করেছি, তা কোনো কল্পনার ফানুস নয়, একদম চোখের সামনে ঘটে যাওয়া এক নির্মম সত্য। এ যেন এক আধুনিক প্রেমের প্রেক্ষাপটে সাজানো নাটক, যেখানে চরিত্রগুলো রক্ত-মাংসের মানুষ, যাদের প্রতিটি হাসি, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরবতা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল।শহরের ব্যস্ততম নিউটাউনের আকাশছোঁয়া এক ফাইভ-স্টার হোটেলের রুফটপ বারে প্রথম দেখা হয়েছিল রোহন আর মায়ার। সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ ছিল, আর নীচে নিয়ন আলোর মায়াজাল। রোহন, বছর