অসম্পূর্ণ চিঠি - 3

অজানা ইঙ্গিতঈশার মনে এখনও সেই সন্ধ্যার উষ্ণতা বাসা বাঁধছিল। হাতের স্পর্শ, চোখের ভ্রূণশব্দ, অভ্রের হাসি—সবই যেন অদ্ভুতভাবে তার মনকে ধরে রেখেছিল। কিন্তু সে জানত না, সেই মুহূর্তের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে আরও কিছু—অভ্রর অতীতের অন্ধকার।পরের দিন কলেজে ঈশা চেষ্টা করছিল নিজের মনকে স্বাভাবিক রাখতে। তবে মন চলে যেত বারবার গান, সেই চোখ, সেই হাসির কাছে। এমন সময় হঠাৎ ক্লাসের মাঝে অভ্র সামনে এসে দাঁড়াল।“তুমি আজ বেশ চুপচাপ,” অভ্র মৃদু গলায় বলল।ঈশা কিছু না বলে তার দিকে তাকাল। চোখে কিছুটা বিরক্তি, কিছুটা কৌতূহল।অভ্রের মুখে সেই দুষ্টু হাসি ভেসে এলো—“আজকে কি কোনো গল্প পড়ছো না?”ঈশা হেসে বলল,“গল্পের মাঝে হারানো আর তুমি—দুটোই একসাথে