ঝরাপাতা - 20

ঝরাপাতাপর্ব - ২০দুর্গাপুজো শেষ, তবে বনির কলেজ খুলতে দেরি আছে, রনির ইউনিভার্সিটিও। এই সময়টায় ওরা কোথাও বেড়াতে যায় সাধারণত। দুই ছেলে, মণিকাও পাড়ার পুজোয় থাকতে ভালবাসে, আলোয় আলো কলকাতার পথে পথে ঘুরে কতরকম কারুকাজের প্যান্ডেল আর মূর্তি দেখে বেড়াতে ভালবাসে। তাই পুজোর কদিন বাড়িতেই থাকে। এবার গোটা ছুটিটাই বাড়িতে। যদিও এই বছরটাই বরং খুব দরকার ছিল কিছুদিন বাইরে ঘুরেফিরে মন আর মগজের ছট ছাড়ানোর, মিলিদের সামনে দিয়ে বেড়াতে যাওয়ার পরিস্থিতি হবে কিনা বুঝতে পারছিল না। আর কে না জানে, টিকিট ওপেন হওয়ামাত্র শেষ হয়ে যায় এই ছুটির সময়ে ! তাই সময় থাকতে বেড়াতে যাওয়ার প্ল্যান করতে না পারায় কোথাও যাওয়া