ঝরাপাতাপর্ব -২১বৌভাতের রাতে মিলির কাছ থেকে পালানোর নামে, একরকম নিজের কাছ থেকেই পালিয়ে গেলেও বাড়িতে ফেরার উপায় হল রনির। ফিরে এসে দেখল, যার বিশ্বাসঘাতকতার হাত থেকে পালাতে হবে ভেবেছিল, ওরই বিশ্বাসঘাতকতায় সেই মেয়েটি, ওর মনে আজও যার প্রতি নিজের সব ভালোবাসা লুকিয়ে রেখেছে, সেই মেয়েটি ভেঙেচুরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। সেই মিলিকে দেখে ও নিজে কতটা ভেঙে যাচ্ছে প্রতিদিন, কাউকে বোঝাতেও পারবে না, কেউ বুঝবেও না ওর এই ব্যর্থতা। তাই সেই ক্ষত লুকিয়ে হারিয়ে যাওয়া মিলিকে ওর বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু নিজে আর তাকে পাবে না জেনে গেছে। আর এখন নিজের ঘরে এই নে *শা আর