ঝরাপাতাপর্ব - ২২- "কথা তো একটাই লিলি। আর সেটা আমি না, তোমার বলার কথা। তুমি বিয়েতে রাজি ছিলে না, সেটা একবারও বললে না কেন? আমার ফ্যামিলির লোকেদের এত বড় অপমান, ক্ষতির মুখে ঠেলে দিলে কেন? আমরা তোমাকে বিয়ে করতে হবে জোর করিনি, অন্য কোনো ক্ষতিও করিনি কখনো তোমাদের কারও। এখন এত বড়বড় কথা বলছ, তখন কেন চুপ ছিলে?"লিলি চুপ করে আছে। তার মধ্যে যুগল ঝাঁঝিয়ে ওঠে, "ও আপনাকে বিয়ে করেনি, তারপর আপনার লজ্জা করছে না? আবার জানতে চান, কেন বিয়ে করেনি? আমার ওয়াইফকে চোখ গরম দেখাবেন না।"- "লিলি, তুমি কি চাও আমি কেস করি? নাহলে একে থামতে বলো। আমাকে আর