ঝরাপাতাপর্ব - ২৩গত সপ্তাহে তিন চারদিন রনি বেশ দেরি করে বাড়ি ফিরেছে। নির্দিষ্ট সময়ের এক থেকে দেড়ঘন্টা পর। তবে বাড়ির কেউ অত মাথা ঘামায়নি। বন্ধুবান্ধবদের সঙ্গে গল্পগুজবে মেতে আছে, অথবা লাইব্রেরি যাচ্ছে, এরকমই কিছু বলে ধরে নিয়েছে। পুজোর ছুটির শেষে কলেজ ইউনিভার্সিটি সব খুলে গেছে। সবচেয়ে আনন্দের কথা, মিলি কলেজ যাচ্ছে। অঙ্কুরের সঙ্গে গিয়ে ইতিহাসের ডিপার্টমেন্টাল হেড এবং তার সঙ্গে করে ভাইস প্রিন্সিপালের কাছে মিলির মেডিকেল রিপোর্ট জমা দিয়ে এসেছে ওর বাবা আর কাকু। ছোট করে সমস্ত ঘটনা জানিয়েছে। সমস্যা হচ্ছে, একটা আস্ত সেমিস্টার ও ক্লাস করেনি। ভাইস প্রিন্সিপাল বলেই দিলেন, ও যদি দুটো সেমিস্টারের পড়া একসঙ্গে করে পরেরবার পরীক্ষা দেয়,