ঝরাপাতাপর্ব - ২৪নিজের ঘরে ল্যাপটপটা খুলে কাত হয়ে শুয়ে রনি একটার পর একটা ছবি দেখছে। দাদার কথার উত্তর দেওয়ার ক্ষমতা রনির নেই, তেমনি দাদা যা বলছে সেভাবে মিলির থেকে সরে থাকার ক্ষমতাও আর ওর হাতে নেই। রনি যে খুব বোকার মতো আগে পরে না ভেবেই এগিয়ে চলেছে, তাও নয়। মিলিকে থেরাপিস্টের চেম্বারে দেখার পর ও অনেক ভেবেছে। ডঃ গিরি ঠিকই বলেছেন, মিলির কাছে কোনো এক্সপেক্টেশন না রাখাই ভালো, রনি রাখেওনি। কিন্তু মিলির কিছু প্রাপ্য আছে ওর কাছে। সেটা ও হাত উপুড় করে দেবে সিদ্ধান্ত নিয়েছে। একদিনের হঠকারী সিদ্ধান্ত নয়। বহু ভাবনাচিন্তা করেই এটা ঠিক করেছে। পুজোর সময়, পুজোর আগে রনির এতটাও