ঝরাপাতা - 25

ঝরাপাতাপর্ব - ২৫- "এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবি? সামনের মাসে পরীক্ষা। তখন আর ঘোরাঘুরি করা যাবে না। আজ যখন সুযোগ পেয়েছি চল সবাই মিলে সিনেমা দেখে আসি।" পলাশ সবাইকে আটকায়। আসলে আজ ওদের কলেজের ট্রাস্টি বডির একজন মারা গেছেন বলে কলেজ ছুটি হয়ে গেছে। এঁদের পারিবারিক জমিতেই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। কলেজের সমস্ত স্যার, ম্যাডাম, স্টাফেরা শেষ যাত্রায় যাবেন। ছেলেমেয়েরা কলেজ প্রতিষ্ঠার গল্পই কেবল শুনেছে, কেউ কেউ তো আজই শুনল। তাই ওরা নিজের বাড়িতেই ফিরছিল। তখনি পলাশের কাছ থেকে হঠাৎ এই আনন্দ করার প্রস্তাব। এক দুজনের মত আছে, এক দুজনের আপত্তি। আরও জোরাজুরি করতে সবাই রাজি হয়ে গেল। মিলিও আছে দলে। যেতে