জঙ্গলের প্রহরী - 19

জঙ্গলের প্রহরীপর্ব - ১৯শাক্য আর ওর দলবলকে দেখে উপস্থিত সবাই মাঝখানে পথ করে দেয় প্রথমে, তারপরই প্রায় সবাই একসঙ্গে সমস্ত ঘটনা বোঝাতে থাকে ওকে। শাক্য ততক্ষণে সিদ্ধার্থ আর নিজের গার্ডদের কাছে পৌঁছেছে। গার্ড দুজন অক্ষত, তবে সিদ্ধার্থর জামাকাপড় ধুলোমাখা, কোথাও কোথাও কালচে ছোপ দেখে রক্তও মনে হল শাক্যর। ফোনে কারও সঙ্গে কথা বলছে, হাতে সিগারেট। ছেলেমেয়েরা শ্বাস টানে, শাক্য বুঝতে পারে, ওর চেহারা দেখে ভয় পেয়েছে এরা। শাক্য একবার ওদের দিকে ফেরে, "তোমরা কি বাড়িতে চলে যাবে? আমার এখানে সময় লাগবে।" কেউ অবশ্য রাজি হয় না। শিল্টন এখানে, সঙ্গে কমল। অবশ্য কমল এসেছে ঘটনা ঘটার পর। বাবুয়া, শিচাং, জনি, ডাবলু, বিকাশ আর