জঙ্গলের প্রহরীপর্ব - ২১- "হাতিরা ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি হেল্প করেছে। একজন অন্ততঃ একটা ভুল করেছে।" ঋষির মুখে চাপা হাসি। - "হুম, সন্দেহ আমি প্রথম থেকেই করছিলাম। আজ শিওর হলাম।" সিদ্ধার্থ আয়েস করে ধোঁয়া ছাড়ে, যদিও কনুইয়ের কাছে জ্বালা করছে, হাত ভাঁজ করতে লাগছে। - "তুমি প্রথম থেকে কাকে সন্দেহ করনি বলোতো? আমি সেই রাতে তোমার সঙ্গে না থাকলে আমাকেও সন্দেহ করতে।" ঋষি অনুযোগ করে। - "করতাম, তেমনি সেক্ষেত্রে তুইও আমাকে সন্দেহ করতি। সেটাই উচিত। ঐ ফাইভ হান্ড্রেড পারসেন্ট বাজিয়ে না দেখে কাউকে ছাড়া আমার ডিকশনারিতে নেই।"- "তবে শাক্য বা শুক্লাকে সন্দেহ করার কিছু নেই, এটা তো এখন বুঝেছ?" ঋষি যেন দম ছেড়ে