জঙ্গলের প্রহরীপর্ব - ২২সিদ্ধার্থ চলে যেতেই শাক্য বোন আর বোনের বন্ধুদের সোজা বাড়ি যেতে বলে। শাক্যকে নিয়ে এডিজি আর ডিআইজি গাড়িতেই একটা মিটিং করবেন। রাজীবেরও বোলচাল ফুরিয়ে গেছিল এতবড় ঘটনার সামনে পড়ে। সুড়সুড় করে সব গাড়িতে ওঠে। রাজীবই ড্রাইভিং সিটে, তবে ওর ফ্যাকাশে মুখ দেখে ওরা বোঝে না, ওকে গাড়ি চালাতে এ্যালাও করে ভুল করেছে কিনা।বাংলোয় ফিরে দুমদুম করে মণীষা ঘরে ঢুকে যায়। পিছনে মেয়েরা, শমীক টেরিয়ে টেরিয়ে রাজীবকে দেখতে দেখতে ওদের পিছনেই যায়। ঘরে ঢুকেই মণীষা ফেটে পড়ল, "দেখলি তোরা দেখলি? এরকম একটা লোককে ও খোঁচাচ্ছিল ! অসহ্য লাগে আমার। সবজায়গায় সবজান্তা ভাব। লেকচারার বলে সবজায়গায় লেকচার দেবে। একা ও