জঙ্গলের প্রহরী - 24

জঙ্গলের প্রহরীপর্ব - ২৪- "আবার আপনি কেন? আমি যে দাদা বললাম।" শ্রীতমা কি ভেবেছে কে জানে, সিদ্ধার্থর সঙ্গে সত্যিই আপন সুরে কথা বলছে প্রথম থেকেই। ঋষি এক মিনিট আসছি বলে ভেতরের দরজাটা দিয়ে অদৃশ্য হয়ে যায় থামানোর আগেই। সিদ্ধার্থ হাসে, "ঠিক আছে। তুমি করেই বলব। তবে কতদিনই বা আর বলতে পারব।" - "তার মানে?" - "তোমরা তো ফিরে যাবে কয়েকদিন পরই। কদিন থাকার প্ল্যান তোমাদের?" - "আমরা সাতদিন থাকব বলে এসেছিলাম। এখন তো যা সব দেখছি আর শুনছি, সব না মেটা পর্যন্ত যদি থাকতে পারতাম, ওয়াও।" শ্রীতমা ঝলমল করছে। - "নট সো ওয়াও ম্যাডাম। এই সবকিছুর পিছনে একটা ভয়ঙ্কর মস্তিষ্ক আছে।"- "আপনি, মানে আপনি জানেন? মানে