মিশন ইন্ডিয়ানা*************পর্ব - 7**********Near To Earth**************ইসরোর "স্পেস সাইন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউট" থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের একটা করে ছোট্ট চিপ দেওয়া হয়। স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে বহু ভিডিও থাকে সেখানে। সেই ভিডিও গুলো দেখে স্পেস সাইন্সের বিষয় অনেক তথ্যই জানা যায়। ঠিক এমনই একটা চিপ দেওয়া হয়েছিল তনুশ্রী মজুমদারকে। তখন হয়তো রাত প্রায় বারোটা বাজে। নিজের স্টাডি রুমে বসে ল্যাপটপে সেই ছোট্ট চিপটা লাগিয়ে ভিডিও দেখছিলো তনুশ্রী। সামনে একটা খোলা খাতা এবং হাতে একটা কলম। ভিডিওটা বেশ মনোযোগ দিয়েই তনুশ্রী দেখছিলো। তার বাবা মিস্টার ইন্দ্রজিৎ মজুমদার ড্রইং রুমে টি ভি চালিয়ে তখন খবর দেখছেন। হঠাৎ তনুশ্রী লক্ষ্য করলো, ল্যাপটপে তার পরিস্কার ঝকঝকে ভিডিওটা