অচেনা আলো - 3

 “আমি তোমাকে চাই”কলেজের রুটিন এখন মিশা আর ইশানিকে এক অদ্ভুত জালে বেঁধে ফেলেছে। প্রতিদিন দেখা, একসাথে খাওয়া, আড্ডা, পড়াশোনা—সব যেন এক অদৃশ্য নিয়মে বাঁধা। কিন্তু সেই নিয়মের ভেতরে জমে উঠছে এমন কিছু, যার নাম তারা কেউ স্পষ্টভাবে উচ্চারণ করতে পারছে না।---মিশার চোখে নতুন কিছুইশানি লক্ষ্য করছিল, মিশা এখন আগের চেয়ে আলাদা।ক্লাসে হঠাৎ হঠাৎ তার দিকে তাকিয়ে থাকা,ছোট্ট ভুল হলে চুপচাপ সেটা ঠিক করে দেওয়া,আর মাঝে মাঝে কথার ফাঁকে এমন কিছু বলে ফেলা, যা সরাসরি প্রেম না হলেও প্রেমের মতো শোনায়।একদিন ক্যান্টিনে বসে হঠাৎ মিশা বলল,— “তুমি জানো, আমি যদি কোনোদিন পৃথিবী থেকে হারিয়ে যাই, তবে আমার খোঁজে প্রথম কে কাঁদবে