মিশন ইন্ডিয়ানা*************পর্ব - 8**********Another Plan *************লাইনটা বেশ ভালোই লম্বা। হয়তো সময় লাগবে অনেকটাই। আকাশের অবস্থা খুব ভালো নেই আজ। ভালো রকম মেঘ করে আছে। আকাশের দিকে একবার তাকিয়ে অরিজিৎ বললো - 'ঠিক মত ফিরতে পারলে হয় আজ।'সপ্তর্ষি কিছু বললো না। পরপর চারটে বডি রাখা আছে। তার আগেও বেশ অনেক মৃত দেহের লাইন। ঘড়িতে সময় দেখলো সপ্তর্ষি। বিকেল চারটে বাজে। ঠিকই ভেবেছিল সে, আজ আর অফিস ফেরা সম্ভব না।অর্ণবের মৃত দেহের দিকে একবার তাকালো সপ্তর্ষি। বহু পুরোনো স্মৃতির ভিড় যেন একে-একে চোখের সামনে আসতে চাইছে। টাইটানে যাওয়ার স্মৃতি, তার আগেকার স্মৃতি। অর্ণবের হবু শ্বশুর বাড়ির মোবাইল নাম্বার সপ্তর্ষির কাছে ছিল। এক্সিডেন্টের পরের